খেলাধুলা

মিরাজের ব্যাটিং আক্রমনে ভারতকে করলো হতাশ

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২২ , ৮:২৩:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং ও শেষ উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রানের অপরাজিত জুটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নামা ভারত সাকিব আল হাসান ও বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও ধুঁকতে থাকে। যেখানে ১৩৬ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে। তবে শেষের ব্যাটার মোস্তাফিজকে নিয়ে ‍যুদ্ধ চালিয়ে যান মিরাজ। দারুণ ব্যাটিং করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। দীপক চাহারের বলে রোহিত শর্মাকে শূন্য রানে ক্যাচ দেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপর মোহাম্মদ সিরাজের বলে আনামুল হক ১৪ রানে ফেরেন। তবে সাকিব আল হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন তামিম ইকবালের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া লিটন দাস।

তবে ভালো ব্যাটিং করলেও ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন লিটন। ৬৩ বলে ৪১ রান করেন এই তারকা। সুন্দরের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ২৯ রান করা সাকিব। এরপর দ্রুতই মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। শেষ দিকে এবাদত হোসেন ও হাসান মাহমুদও শূন্য রানে মাঠ ছাড়েন।

তবে মোস্তাফিজকে নিয়ে হাল ধরেন মিরাজ। ৪১ বলে এই জুটি ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। মিরাজ ৩৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। মোস্তাফিজ ১১ বলে ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট পান। ২ উইকেট দখল করেন কুলদীপ সেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিরাজ, সাকিব, এবাদত তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। লোকেশ রাহুল ছাড়া সেভাবে কেউই দাঁড়াতে পারেননি। রাহুল ৭০ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৩ করে এবাদতের শিকার হন।

বাংলাদেশ বোলার সাকিব ১০ ওভারে ৩৬ রানে ৫টি উইকেট পান। ৪ উইকেট দখল করেন এবাদত। বাকি একটি উইকেট নেন মিরাজ।

আরও খবর

Sponsered content

Powered by