Uncategorized

বিশ্ব মৃত্তিকা দিবসের পুরস্কার পেলেন নন্দীগ্রামের কৃষি অফিসার

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২২ , ৮:২৯:৩৬ প্রিন্ট সংস্করণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে কৃষিতে অবদানের জন্য বগুড়ার নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু এতথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার রাজধানীর খামারবাড়িতে কেআইবি মিলনায়তনে বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সয়েল কেয়ার অ্যাওয়ার্ড ও বিশ্ব মৃত্তিকা দিবস পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় কৃষি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। কৃষিতে নানামুফখ ইনোভেটিভ সেবা উদ্ভাবন ও তার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনসহ কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার স্বীকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়। এসময় তার হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু এই প্রতিনিধিকে জানান, এই অর্জন সকল কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের। এই পুরস্কার আমার আরো দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে কৃষি ও কৃষকের পাশে থেকে কাজ করে যেতে চাই।

Powered by