Uncategorized

করোনা ভাইরাস পরিস্থিতিতে অস্বচ্ছল কবি সাহিত্যিকদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এমপি জুঁই

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৫:৩১:৫১ প্রিন্ট সংস্করণ

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : ২৫ এপ্রিল শনিবার বাহাদুর বাজারে দিনাজপুর লেখক পরিষদ এর উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতিতে অস্বচ্ছল কবি সাহিত্যিকদের মাঝে ত্রান বিতরণ করলেন দিনাজপুর লেখক পরিষদের সভাপতি ও বৃহত্তর দিনাজপুরের মহিলা আসন – ৩২ সাংসদ এ্যাডভোকেট জাকিয়া তাবাস্্সুম জুঁ^ই। 
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম শাহী, সহ-সভাপতি কমল কুজুর, কোষাধ্যক্ষ মামুনুর রহমান জুয়েল ও সাহিত্য সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। কবি সাহিত্যিকদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে দিনাজপুর লেখক পরিষদের সভাপতি ও বৃহত্তর দিনাজপুরের মহিলা আসন – ৩২ সাংসদ এ্যাডভোকেট জাকিয়া তাবাস্্সুম জুঁ^ই বলেন, কবি সাহিত্যিকরা সমাজের দর্পন। অনেক না বলা কথা তারা সাহিত্যে, কবিতায় প্রকাশ করে মানুষকে সচেতন করে। এই করোনা ভাইরাস মহামারীতেও কবি সাহিত্যিকদের কলম থেমে নেই। তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কবিতা, সাহিত্য চর্চা, প্রবন্ধ লেখেই চলছেন। তাদের সেবা করা রাষ্ট্রের মৌলিক কর্তব্য। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব বর্ষ উপলক্ষে কবিতার বই বের করার জন্য যে অনুদান দিয়েছিলেন সেখান থেকে আমরা এই বিপদের সময় কবি সাহিত্যিকদের বাঁচিয়ে রাখার জন্য ত্রাণ বিতরণ কর্মসূচী গ্রহণ করেছি। 
 

আরও খবর

Sponsered content

Powered by