দেশজুড়ে

পটুয়াখালীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে জেলা তথ্য অফিসের  প্রচার 

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৮:০৮:৫৩ প্রিন্ট সংস্করণ

পটুয়াখালী প্রতিনিধি : করোনা ভাইরাস  (কোভিড-১৯) বিশ^ব্যাপী মহামারি আকার ধারন করে সোয়া লাখের বেশি লোক ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। বাংলাদেশও এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বাংলাদেশ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পূর্ব থেকেই পটুয়াখালী জেলা তথ্য অফিস নিয়মিত ভাবে সাধারন মানুষকে সচেতন করতে জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গ্রাম সহ বিভিন্ন জনবহুল স্থানে তাদের জনসচেতনতা মূলক প্রচারনা চালিয়ে যাচ্ছে। বিতরন করেছে সচেতনতা মূলক লিফলেট। এভাবে প্রতিনিয়ত সামাজিক দুরত্ব বজায় রাখা, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া, বেশি বেশি করে সাবান দিয়ে হাত ধোয়া, যেখানে সেখানে থুথু কফ না ফেলার বিষয়ে জনসচেতনতা মূলক প্রচারনা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস।
বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার সময় পটুয়াখালী পৌর শহরের নিউ মার্কেট সহ বিভিন্ন জনবহুল স্থানে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করতে সিনিয়র জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার এর নির্দেশে জনসচেতনতা মূলক প্রচারনা চালাতে দেখা যায়। 
এবিষয়ে জেলা তথ্য অফিসের সহকারি তথ্য কর্মকর্তা মোঃ সেলিম মাহমুদ জানান, পটুয়াখালীতে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী ও সিনিয়র জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার এর নির্দেশে মতে জেলার সকল উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সহ বিভিন্ন জনবহুল স্থানে আমরা মানুষকে সচেতন করতে প্রচারনা চালিয়ে যাচ্ছি। এ প্রচারনা প্রতিদিন অব্যাহত থাকবে। তিনি আরও জানান এ জেলায় ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন মারা গেছে। ##
মোঃ শফিকুল ইসলাম

Powered by