রাজশাহী

সিরাজগঞ্জে ১০দিনব্যাপী বিসিক
উদ্যোক্তা মেলার উদ্বোধন

  প্রতিনিধি ২৬ ফেব্রুয়ারি ২০২৩ , ২:৫৩:৪৬ প্রিন্ট সংস্করণ

এস.এম আল আমিন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে ১০দিন ব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। সিরাজগঞ্জ বিসিক এর আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় শহরের বাজার স্টেশন মুক্তির সোপান চত্ত¡রে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিসিক ঢাকা (গ্রেড-১) এর চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো: হান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, চেম্বার অফ কমার্স এন্ড ইডাস্ট্রিজ প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক সিরাজগঞ্জের সহকারী মহা ব্যবস্থাপক প্রকৌশলী মো: রাশেদুর রহমান। এসময় জেলা প্রশাসন ও বিসিক এর বিভিন্ন কর্মকর্তা ও উদ্দ্যেক্তাগণ উপস্থিত ছিলেন। মেলায় ৫০টির মত স্টল রয়েছে।

আরও খবর

Sponsered content