চট্টগ্রাম

দেবে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৩ , ৬:৩৯:৪৫ প্রিন্ট সংস্করণ

দেবে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন

উদ্বোধনের আগেই ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দেবে ও বেঁকে গেছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে নতুন নির্মিতে রেললাইন।


আগামী সেপ্টেম্বরে এই রেললাইন চালু হওয়ার কথা। এতে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল শুরু হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে।


সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় বন্যার পানিতে রেললাইন ডুবে গেছে। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার বিভিন্ন এলাকা ডুবে ছিলো। এতে রেললাইন পানিতে তলিয়ে গিয়েছিলো। এরপর আস্তে আস্তে পানি নামলে উঁচু-নিচু ও বাঁকা হয়ে যাওয়া এবং লাইন থেকে পাথর ও মাটি সরে যাওয়া দৃশ্যমান হয়।

এমন পরিস্থিতির জন্য অপরিকল্পিত রেলপথ নির্মাণকে দায়ী করছেন বিশেষজ্ঞ ও এলাকাবাসী। রেলওয়ের কর্মকর্তারা ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ রেললাইন পরিদর্শন করেন। তাঁদের মতে, এক কিলোমিটারজুড়ে রেললাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে তিন-চার সপ্তাহের মধ্যে সংস্কারকাজ শেষ করা যাবে। তাই নির্ধারিত সময়ে ট্রেন চালু নিয়ে সমস্যা হবে না।

আরও খবর

Sponsered content

Powered by