দেশজুড়ে

লংগদু জোনের আর্থিক সহায়তা প্রদান

  প্রতিনিধি ৫ অক্টোবর ২০২৩ , ৪:১৩:৩৩ প্রিন্ট সংস্করণ

লংগদু জোনের আর্থিক সহায়তা প্রদান

রাঙ্গামাটি জেলার লংগদুতে লংগদু জোন কর্তৃক দুটি মসজিদ সহ চিকিৎসা ও কলেজে ভর্তির জন্য আরো দুজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (০৪ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় লংগদু জোনের উদ্যোগে উক্ত অনুদান সমূহ প্রদান করে।

এই সময় উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের সোনাই কালু মাঝির টিলা জামে মসজিদের অযু খানার ডেউটিন ক্রয়ের জন্য নগদ ৮হাজার টাকা, মধ্যম বাইট্টাপাড়ার মোঃ সাইফুল্লাহ সাকিবকে থ্যালেসিয়াম ও হাত ভাঙ্গার চিকিৎসার জন্য নগদ ৫ হাজার টাকা, পশ্চিম সোনাই তৈয়বিয়া জামে মসজিদের সৌর বিদ্যুৎ (সোলারপ্যানেল)এর জন্য নগদ ১৪ হাজার টাকা ও গাঁথাছড়া এলাকার গরীব শিক্ষার্থী হুমায়রা আক্তার কে কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ ৭হাজার টাকা প্রদান করেন লংগদু জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি।

উক্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে দুটি মসজিদ ও দুজন ব্যক্তিকে মোট ৩৪ হাজার টাকা প্রদান করা হয়।

এ সময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল হিমেল মিয়া পিএসসি বলেন, বাংলাদেশ সেনা বাহিনী সর্বদা গরীব, অসহায়, জনসাধারনের পাশে থেকে কাজ করে যাচ্ছে, আগামীতেও আমাদের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content