ঢাকা

কি‌শোরগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৩ , ৭:৫০:২৮ প্রিন্ট সংস্করণ

কি‌শোরগঞ্জে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ  এক্সপ্রেস  আন্তঃনগর ট্রেন পয়েন্ট বিচ্যুতির কারণে লাইন থেকে  ইন্জিন সহ ৪ বগি

পড়ে গিয়ে মারাত্নক ক্ষতির সন্মুখীন হয়েছে। 

২৫ নভেম্বর  ( শনিবার) বিকাল ৪.২০ মিনিটে আন্তঃনগর কিশোরগঞ্জ  এক্সপ্রেস ট্রেন টি  ঢাকার উদ্দেশ্যে  কিশোরগন্জ ষ্টেশন ত্যাগ করে।  ২৫ মিনিট অতিক্রান্ত  হতেই গচিহাটা ষ্টেশনে প্রবেশপথ  পয়েন্টস্ জনিত এুটির কারণে ঘটনাস্থলে  ইন্জিন সহ ৪ টি বগি  লাইনচ্যুত হয়ে পড়ে যায়। অপরদিকে  ময়মনসিংহ  অভিমুখি বিজয় এক্সপ্রেস  অন্যলাইনে ক্রসিং কথা ছিল। 

 কিশোরগঞ্জ  রেলওয়ে ষ্টেশনের ষ্টেশন মাস্টার  মোঃ মিজানুর রহমান  সূএে জানাগেছে  যাএীদের মাঝে হতাহতের খবর পাওয়া যায়নি তবে ভৈরব  থেকে ময়মনসিংহ রুটে  ট্রেন  চলাচল বন্ধ হয়ে গেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ কে  জানানো হয়েছে  উদ্ধারকারী ট্রেন এসে ইন্জিন ও বগি গুলো  যথাযথভাবে লাইনে পূনঃ  স্হাপন  করলে কেবল ট্রেন আবার চলাচল শুরু করতে পারবে। 

এ রুটে ভৈরব  স্টেশন সংলগ্ন  এগারসিন্ধু এক্সপ্রেস  ট্রেন  ও কয়েক সপ্তাহ আগে এরকম দুর্ঘটনার  শিকার হয়েছিলেন। এতে পর পর ট্রেন দুর্ঘটনায়  যাএী সাধারণের মাঝে  আতংক বিরাজ করছে। 

আরও খবর

Sponsered content

পাঁচবিবিতে বিনামূল্যে সার-বীজ বিতরণ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২৩শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কীটনাশক ওষুধ বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুল আলম দুদু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, প্যানেল মেয়র নূর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান, উপজেলা আ.লীগ সভাপতি আ. বকর সিদ্দিক মন্ডল, পৌর আ.লীগ সভাপতি এস কে আব্দুল হক ও প্রেসক্লাবের সভাপতি আ. হালিম সাবু।

নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু 

জনগণই রাষ্ট্রের মালিক, এজন্যই জনতার দুয়ারে দুয়ারে ঘুরছি: এম এ সাত্তার

জনগণই রাষ্ট্রের মালিক, এজন্যই জনতার দুয়ারে দুয়ারে ঘুরছি: এম এ সাত্তার

ফয়জুল করিমকের কাছে সিইসির দুঃখ প্রকাশ

বিজয়নগরে ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিজয়নগরে ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাংলাদেশে আসছেন কাতারের আমির