দেশজুড়ে

লংগদু থানা পরিদর্শনে পুলিশ সুপার

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ৩:৫১:৪২ প্রিন্ট সংস্করণ

লংগদু থানা পরিদর্শনে পুলিশ সুপার

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু  তৌহিদ, বিপিএম(বার) লংগদুতে   মতবিনিময় সভা ও থানা কম্পাউন্ড পরিদর্শন। 

২৫ নভেম্বর (শনিবার) দুপুর ১ ঘটিকায়, রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু  তৌহিদ, বিপিএম(বার) বাঘাইছড়ি হতে নৌ-পথে লংগদু থানা পরিদর্শন এবং মতবিনিময় সভার উদ্দেশ্যে আগমন করেন।

লংগদু থানার পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে লংগদু থানা পুলিশের একটি চৌকস টীম  গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার  মহোদয় বাঘাইছড়ি সার্কেল অফিস, লংগদু থানা কম্পাউন্ড পরিদর্শন করে এবং অত্র থানায় কর্মরত  সকল অফিসার ও ফোর্সের খোঁজ খবর নেন।

পরে  লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম(বার), অতিরিক্ত জেলা পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু বিপিএম-সেবা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)।, সিনিয়র সহকারী পুলিশ বাঘাইছড়ি সার্কেল আব্দুল আউয়াল চৌধুরী  সহ অত্র বিভিন্ন পদবীর অফিসার বৃন্দ।

এসময়ে মতবিনিময় সভায় লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীনকে বিভিন্ন জরুরী বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার আবু মীর তৌহিদ, বিপিএম(বার)।

আরও খবর

Sponsered content