রাজশাহী

চুরির সময় চিনে ফেলায় বৃদ্ধকে হত্যা

  প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২৩ , ৬:৪৬:৫৭ প্রিন্ট সংস্করণ

চুরির সময় চিনে ফেলায় বৃদ্ধকে হত্যা

জয়পুরহাটের কালাই উপজেলার শিকটা গ্রামে সৈয়দ আলী (৮০) নামে এক বৃদ্ধকে গলায় ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা চুরি করতে গিয়ে চিনতে পারায় তারা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাটের পুলিশ সুপার এসব তথ্য জানান। 

এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহার করা ছুরিসহ দলিলের ব্যাগ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। আসামিরা দুই লাখ টাকা ওই ঘর থেকে নিয়ে যান। ৬২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। বাকি টাকা আসামিরা খরচ করেছেন বলে জানায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- কালাই উপজেলার পুনট ইউনিয়নের শিকটা গ্রামের আকামুদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪০), একই গ্রামের আবু তালেব ফকিরের ছেলে সুজন মিয়া (২৩), মোবারক আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (৩৫) ও মোহাম্মদ আলীর ছেলে নাজির হোসেন (৩৫)। এদের মধ্যে হারুনুর রশিদ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আর সুজন মিয়া গ্রাম পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, গত ১ ডিসেম্বর সকালে কালাই শিকটা গ্রামের সৈয়দ আলীর শয়নকক্ষে তার গলাকাটা মরদেহ পড়ে আছে বলে সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পরে আমাদের তদন্ত শুরু হয়। তদন্তে জানা যায় গত ৩০ নভেম্বর দিবাগত গভীর রাতে অজ্ঞাত আসামিরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ বিষয়ে কালাই থানায় মামলা হয়।

আরও খবর

Sponsered content