প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ১:০৭:১৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুসহ নতুন ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত। মোট শনাক্ত ৬৭৫ । আক্রান্তে মৃত্যু ১৪ । আর সুস্থের সংখ্যা ৩৫০ জন।
দিনাজপুরে গেল ২৪ ঘণ্টায় পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় দুইজনের মৃত্যুসহ জেলায় মোট ৩৭ জন করোনাভাইরাস ( কোভিড ১৯) পজেটিভ শনাক্ত হয়েছে।
দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস বিষটি নিশ্চিত করেন। তিনি বলেন, জেলায় অদ্যবধি শনাক্ত ৬৭৫ জন।
দুইজন গতকাল বৃহষ্পতিবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। নতুন করে শনাক্তরা সদরে ২১, পার্বতীপুরে ছয়, খানসামায় তিন, চিরিরবন্দর দুই, বিরলে দুই, নবাবগঞ্জে এক এবং ফুলবাড়ী উপজেলায় দুইজন।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৩৭ জন করোনা ( কোভিড ১৯) পজিটিভ শনাক্ত হয়েছে।
জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা অদ্যাবধি ৬৭৫ জন। আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১৪ জনের।
অপরদিকে আরও নয়জন নতুন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছে এ পর্যন্ত ৩৫০ জন।