রংপুর

দিনাজপুরে শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৪ , ৫:৪৫:৪৫ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরে শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

দিনাজপুরের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হিমশীতল বাতাসের গতিও বেড়েছে। এতে কাহিল হয়ে পড়েছে জনজীবন।

মঙ্গলবার (২ জানুয়ারি) বাতাসের গতি ছিল ২ নট। বুধবার (৩ জানুয়ারি) তা বেড়ে ৩ নটে প্রবাহিত হচ্ছে।

ঘন কুয়াশা আর শীতে কৃষকরা বোরো বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন। ক্ষতির হাত থেকে বাঁচাতে বীজতলা মুড়িয়ে দেওয়া হচ্ছে পলিথিন দিয়ে।

বুধবার দিনাজপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্র রেকর্ড করা হয়েছে। যা মঙ্গলবার ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, বৃহ ও শুক্রবারও অতিঘন কুয়াশা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পরবর্তী পাঁচদিনে রাতের তাপমাত্রা কমতে পারে।

এদিকে শীতের কারণে শহরে গ্রামের মানুষের আনাগোনা কমে গেছে। দিনমজুররা কাজে বের হতে পারছেন না। বিরল উপজেলা থেকে আসা দিনমজুর আবুল হোসেন বলেন, শীতের কারণে অনেকে কাজ বন্ধ রেখেছেন।

আরও খবর

Sponsered content

Powered by