প্রতিনিধি ৬ জানুয়ারি ২০২৪ , ৩:১৪:৩৭ প্রিন্ট সংস্করণ
বাগেরহাটের মোরেলগঞ্জে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে পুটিখালি ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি হিমেল তালুকদার (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৫ জানুয়ারি) বিকেলে তাকে ইউনিয়নের ভাটখালী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আটক হিমেল তালুকদার পুটিখালি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের টিটু তালুকদারের সন্তান। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায় হিমেল তালুকদার বিকেলে ভাটখালী গ্রামের কয়েকটি বাড়িতে গিয়ে ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিল। এ সময় স্থানীয়রা তাকে ধরে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন বলেন,আটক হিমেল তালুকদারের নামে মোরেলগঞ্জ থানায় পুর্বের নাশকতা মামলা রয়েছে,বিকেলে তিনি ভোট বর্জনের লিফলেট বিতরন করছিল এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।