প্রতিনিধি ৯ নভেম্বর ২০২০ , ৪:১৮:৩৯ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে ১০ বোতল বিদেশী মদসহ মো. শাহজাহান (২২) নামে একজনকে আটক করেছে র্যাব। রোববার রাত সাড়ে ৯টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ বাজার এলাকায় পাকা সড়কের উপর থেকে হাতেনাতে তাকে আটক করা হয়।
তিনি শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামের রমজান আলীর ছেলে। সোমবার চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয় গ্রেফতার শাহজাহান একজন মাদক ব্যবসায়ী বলে প্রাথমিক জিজ্ঞাসবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করেছে র্যাব।