প্রতিনিধি ৩ নভেম্বর ২০২০ , ৪:৩৯:০৯ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রস্তাবিত ফায়ার সার্ভিস মোড় থেকে পুরাতন বাজার পর্যন্ত লিংক রোড উন্নয়ন প্রকল্পে পুরাতন জেলখানা মোড় এলাকায় অবস্থিত সেন্ট্রাল জামে মসজিদের অংশ ভেঙে জমি অধিগ্রহণ না করে বরং নতুন নক্সা প্রণয়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেন্ট্রাল মসজিদের ব্যানারে কর্মসূচিতে মুসল্লী, মাদ্রাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
বক্তব্য দেন মসজিদ কমিটি সেক্রেটারী আনোয়ারুল হক, খতিব হুমায়ুন কবীর, সদস্য এড.নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র আব্দুল মতিন, এড.আব্দুল ওদুদ, এড. সোলাইমান বিশু প্রমুখ।