রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় ওসি বিদায় ও বরণ

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২০ , ৫:৫৩:০১ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান এর বদলিজনিত বিদায় ও নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেনের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সদর মডেল থানা পুলিশ থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করে। সদর থানা পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের সভাপতিত্বে ও পরিদর্শক (অভিযান) মিন্টু রহমানের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোছাইন। অনুষ্ঠানে বিদায়ী ওসিকে ফুল, ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। নবাগত ওসিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিদায়ী ওসি’র বিভিন্ন কর্ম তুলে ধরে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব সেক্রেটরি শহীদুল হুদা অলক, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি সদস্য সচিব সামিউল হক লিটন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান টিপু, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, ব্যবসায়ী মোখলেসুর রহমান সহ অনান্যরা।

আরও খবর

Sponsered content