প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২০ , ৩:৩০:৫৯ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও জেলায় নতুন করে আরও ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার পর্যন্ত নতুন ২৪ জনের রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮ জনে দাঁড়ালো।
তিনি জানান, ভাইরোলজি ল্যাব আইসিডিডিআরবি ঢাকা এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রাপ্ত বিগত কয়েক দিনের নমুনার ফলাফল অনুযায়ী সদর উপজেলায় ১১ জন, পীরগঞ্জ উপজেলায় ১ জন, রানীশংকৈল উপজেলায় ১০ জন এবং হরিপুর উপজেলায় ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৮৮ জনে। এদের মধ্যে ৭৬১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। জেলায় সর্বমোট ২০ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।