রংপুর

ঠাকুরগাঁও সােনালী লাইফ ইনসুরেন্সের সংবর্ধনা

  প্রতিনিধি ৭ অক্টোবর ২০২০ , ৪:৪৬:৫১ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক থেকে ব্যবস্থাপনা পরিচালক হওয়ায় মীর রাশেদ বিন আমানকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে হাওলাদার কমিউনিটি সেন্টার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি ঠাকুরগাঁও শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা শাখার ব্যবস্থাপক ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেড এর পদোন্নতি প্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মীর রাশেদ বিন আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সেলস্ ম্যানেজার বদিউজ্জামান ও গোলাম কিবরিয়া। এ সময় সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা দিয়ে প্রধান অতিথিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে কোম্পনীর জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content