দেশজুড়ে

ধুনটে প্রতিবন্ধিদের পাশে মুকুট মণি

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৭:০৭:১৪ প্রিন্ট সংস্করণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় এনজিও কর্মী মোর্শেদা হক মুকুট মণির ব্যক্তিগত অর্থায়নে করোনার কারণে অভুক্ত ৫০জন প্রতিবন্ধির মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মোর্শেদা হক মুকুট মণি টিএমএসএস ধুনট উপজেলা শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের ৪০ জন প্রতিবন্ধিকে খাদ্য সামগ্রী ও ১০জন প্রতিবন্ধির হাতে নগদ টাকা হাতে তুলে দেয়া হয়। 
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত-ই-খুদা জুয়েল, ধুনট পৌরসভার কাউন্সিলর ফজলুল হক সোনা, শিল্পী খাতুন, সাংবাদিক বাবুল ইসলাম ও ইমদাদুল হক ইমরান প্রমুখ।
 

আরও খবর

Sponsered content