প্রতিনিধি ৯ মে ২০২০ , ৩:৫৪:১৪ প্রিন্ট সংস্করণ
দিদারুল আলম, নোয়াখালী : খাদ্য সংকট দুর করতে করোনার শুরু থেকেই নোয়াখালী পৌরসভার স্বল্প আয়ের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল। তারই ধারাবাহিকতায় শনিবার সকালে পৌর এলাকার ২০০ মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধা পরিবারকে এক হাজার টাকা করে নগদ অনুদানও দেওয়া হয়। জেলা শহর মাইজদীর পাঁচরাস্তা এলাকার মুক্তিযোদ্ধা অফিসে এ অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র শহিদ উল্যাহ্ খান সোহেল।
এ সময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হোসেন মিলন, মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা মিয়া মোহাম্মদ শাহজাহানসহ অনেকে উপস্থিত ছিলেন।