রংপুর

পঞ্চগড়ে অভয়াশ্রমের সমিতির ঘর ও বাঁশঝাড় স্থাপন কার্যক্রমের উদ্বোধন

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২১ , ৬:১৫:৪০ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে হাফিজাবাদ ইউনিয়নের তালমা রাবারড্যাম অভয়াশ্রমের সমিতির ঘর ও বাঁশঝাড় স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমিতির ঘর ও বাঁশঝাড় স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো জহুরুল ইসলাম ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এসময় উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা, হাফিজাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসা কলিমুল্লাহ প্রধান সহ সুবিধাভোগী মৎসজীবিরা উপস্থিত ছিলেন। অভয়আশ্রমের মাছ রক্ষার্থে স্থানীয়দের এগিয়ে আসার আহবান জানানো হয়। সমিতির ঘর ও বাঁশঝাড় স্থাপন কার্যক্রমের উদ্বোধন শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় ।

আরও খবর

Sponsered content