প্রতিনিধি ৪ নভেম্বর ২০২১ , ৬:৪৫:৩৩ প্রিন্ট সংস্করণ
সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় ইয়াবাসহ রাসেল (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় দিকে উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক রাসেল পাথরঘাটা সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গহরপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
কোস্টগার্ড দক্ষিণ স্টেশান কমান্ডার লেঃ ফাহিম শাহরিয়ার বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নে চরলাঠীমার এলাকায় অবস্থান করি। বিকাল ৪ টার দিকে রাসেল নামে এক ব্যক্তির দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রাসেলের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।