প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৫ , ৬:৫৪:৩৪ প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে আকরাম হোসেন (৫০) নামের এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।নিহত আকরাম হোসেন বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিন ধাতুয়াকান্দা গ্রামের মৃত বাচ্চু আকন্দের ছেলে।
২৭ এপ্রিল (রবিবার) সকাল ৯টার দিকে এমন ঘটনা ঘটে পরে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে খাবার খেয়ে আলাদা ঘরে ঘুমিয়ে পরে আকরাম হোসেন। সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের অন্যান্য সদস্যরা দরজা বন্ধ দেখে ডাকাডাকির এক পর্যায়ে সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে আকরাম হোসেন বিষপানে আত্মহতা করেছে।
এ ব্যাপারে নিহত বড় ভাই আমিনুল ইসলাম জানান, কি কারণে আমার ছোট ভাই বিষ পান করে আত্মহত্যা করেছে তা আমরা কিছুই জানি না। তবে সে বেশ কিছুদিন থেকে তিনি মানসিক সমস্যাই ভোগছিলেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।