প্রতিনিধি ৫ জুলাই ২০২০ , ৮:০৭:১১ প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি: বর্তমানে বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ফলে মানব সভ্যতা আজ হুমকির সম্মুখীন, এই সময়ে বাংলাদেশের করোনা ভাইরাসের পরিস্থিতিও চরমে, এই মহামারীর মধ্যে অনেকেই যখন জনবিচ্ছিন্ন এ সময় একমাত্র জনবান্ধব মানবতার ফেরিওয়ালা বরগুনা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বরগুনা পৌর মেয়র মো. শাহাদাত হোসেন, তার নিজ পৌর শহর জুড়ে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে ত্রাণ সাহায্য ও সহযোগিতা, তিনি নিজের জীবনের কথা চিন্তা না করে সর্বদায় নিজেকে নিয়োজিত রেখে চলেছেন জনগণের সেবায়। ইতিমধ্যে তিনি ১০ হাজার পরিবারকে বস্ত্র বিতরণ করেছেন। এবং করোনাভাইরাস শুরু থেকে বরগুনা পৌরসভার ৬ হাজার পরিবারের দায়িত্ব নিয়ে একাধারে খাদ্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন তিনি।
বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী বরগুনা পৌরসভার মানুষের সুরক্ষা, খাদ্য, বাসস্থান, চিকিৎসাসহ বিভিন্ন কাজে দিন রাত পরিশ্রম করে চলেছেন তিনি। পৌরসভার প্রতিবন্ধী (বিশেষ চাহিদা সম্পন্ন) এবং মাতৃত্বকালীন সময়ে মায়ের পুষ্টিহীনতা দূর করার জন্য তাদের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দিচ্ছেন তিনি। শুধু প্রতিবন্ধীদের জন্য পুষ্টিকর খাদ্য তুলে দেয়াই শেষ নয় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া, অসহায় দরিদ্র, নিম্নবিত্ত, হতদরিদ্রদের মাঝেও প্রধানমন্ত্রীর প্রণোদনা উপহার ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। শুধুই কি তাই? মধ্যবিত্ত যারা লোকলজ্জায় কারও কাছে কোন কিছু চাইতে পারেন না বা চাইতে পারছেন না তাদের জন্য তার নিজ উদ্যোগে তিনি মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্যসামগ্রী। আতংকিত না হয়ে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দিচ্ছেন তিনি। মেয়র শাহাদাত বলেন, এই পৌর সভার জনগন আমাকে দুই বার বিপুল ভোটে পৌর মেয়র নির্বাচিত করেছেন, আমি তাদের সেবক, আমার স্বপ্ন বরগুনা পৌরসভাকে আধুনিক পৌর সভায় রুপান্তর করা। এছাড়াও বরগুনা পৌরসভার কোন একটি লোক না খেয়ে থাকবে না। ৎ