প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫৭:২৯ প্রিন্ট সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এর অংশ হিসেবে বরগুনায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সকাল সাড়ে ১১ টায় বরগুনা জেলা স্কুল মাঠে শতাধিক অসহায় দরিদ্র ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার আজহার ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর ভুমি সহকারী কমিশনার নিজামুদ্দিন সহ নৌবাহিনীর কর্মকর্তারা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।