বরিশাল

বরগুনায় পিলার প্রতারক চক্রের সদস্য আটক

  প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৭:৩৭ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে ম্যাগনেটিক পিলার চক্রের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক জনাব মো. রবিউল ইসলাম এর নেতৃত্বে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প এর একটি বিশেষ দল এ অভিযান চালায়। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আমতলীর আরপাংগাশিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. ফরিদ উদ্দিন (৫০) নামের ম্যাগনেটিক পিলার প্রতারণা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে একটি পিলার, দুইটি চুম্বক চাকতি এবং চুম্বক টেষ্ট কিট জব্দ করা হয়। গ্রেফতারকৃত মো. ফরিদ উদ্দিন, পিতা-মৃত সামছু মোল্লা এর বাড়ি বরগুনার আমতলী থানাধীন আড়পাংগাশিয়া গ্রামে। জানা যায়, আসামী মো. ফরিদ উদ্দিন আমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে এই ম্যাগনেট পিলার ও পিলারের মধ্যের চুম্বক চাকতি দিয়ে প্রতারণা করে আসছিল। কথিত এই পিলারের চুম্বক চাকতি এবং একেকটি চুম্বকের মূল্য কোটি টাকার উপরে বলে প্রচলিত আছে। তারা ব্যবসায়ীদের কৌশলে নিজ এলাকায় নিয়ে আসে এবং স্যাম্পল হিসেবে চুম্বকের চাকতি দেখায়। চুম্বকটি যে আসল তা প্রমান করতে যে টেষ্ট কিট হিসেবে ব্যবহার করে শুকনো ধান যা একটি কাচের টিউবের মধ্যে সংরক্ষিত থাকে। আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, চাকতিগুলো তারা নিজেরাই তৈরী করে এবং যে ধানগুলো দিয়ে টেষ্ট করা সেগুলোর ভিতরে পূর্বে থেকেই সুক্ষভাবে লোহা জাতীয় পদার্থ ঢুকানো থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড়, বড় ব্যবসায়ীরা এই চুম্বকের প্রতরণা চক্রের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন। এরই প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল মো. ফরিদ উদ্দিনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী তার অপরাধ স্বীকার করে এবং তার নামে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মালা হয়েছে। আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content