বরিশাল

বরগুনা পুলিশ লাইনস পুকুরে মাছের পোনা অবমুক্ত

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:৩১:০৫ প্রিন্ট সংস্করণ

বরগুনা প্রতিনিধি : মৎস্য উৎপাদন বৃদ্ধি করি, সুখী-সমৃদ্ধ দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বরগুনা পুলিশ লাইনস্ পুকুরে কয়েক প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রোববার বেলা ১১ টায় বরগুনা পুলিশ লাইনস্ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন বরগুনার সুযোগ্য পুলিশ সুপার জনাব মারুফ হোসেন(পিপিএম)। পরে বরগুনা পুলিশ লাইনস্ পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার জনাব মারুফ হোসেন (পিপিএম)। এ সময় আরোও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মহরম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মফিজুল ইসলাম, জেলা মৎস অফিসার জনাব হৃদয় হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলামসহ বরগুনার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।