প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৫:৪৯:৫৯ প্রিন্ট সংস্করণ
বরগুনা প্রতিনিধি : বরগুনা পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন এর উদ্যোগে মহামারী করোনা ভাইরাসেও থেমে নেই ডেংগুর প্রকোপ, তাই আজ সোমবার শুরু হয়েছে বরগুনা পৌরসভা সকল ওয়ার্ডে ডেংগু নিধন কার্যক্রম এর উদ্বোধন করেন আধুনিক বরগুনা পৌরসভার রুপকার দুই বারের সফল পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন জেলা প্রশাসক কার্যালয় থেকে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু মশা ও এডিস মশা নিধনের লক্ষ্যে মশার ঔষধ ও স্প্রে দেয়া শুরু করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন এডিসি রেভিনিউ জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, পৌর কাউন্সিলরবৃন্দ ও বরগুনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মেয়র বলেন আগামী পাঁচটি বছর পৌরবাসীর সুখে-দুঃখে তাদের পাশে থেকে কাজ করতে চাই সেই সঙ্গে প্রথম শ্রেণির পৌরসভার সকল নাগরিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন মেয়র শাহাদাত হোসেন।