দেশজুড়ে

আগৈলঝাড়ায় সাংবাদিক পরিবারের উপর হামলার মামলা তুলে নিতে হুমকী, থানায়  জিডি

  প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৪:০৫:১৫ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় এক সাংবাদিক পরিবারের উপর হামলায় থানায় মামলা দায়ের হামলার মামলা তুলে নিতে মামলা বাদি তার পরিবারকে আসামীরা হুমকি দিয়ে আসতেছে সাংবাদিক পরিবারের পক্ষথেকে থানায়  জিডি করা হয়েছে

আগৈলঝাড়া থানা জিডি সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠি গ্রামের (মল্লিক বাড়ীগত ১৬ এপ্রিল করোনাভাইরাসের আতংঙ্কে ভিতরে রমেশ চন্দ্র কর ছেলে স্থানীয় সাংবাদিক অমিয় করএর বাড়ির ভিতরে ঢুকে হারুন মল্লিক নামে এক ফেরিওয়ালা গাভীরদুধ বিক্রয় করা জন্য যায় সাংবাদিক অমিয় কর এর পরিবারের লোকজন ওই ফেরিওয়ালাকে করোনাভাইরাসের জন্য বাড়ির ভিতরে ঢুকতে নিষেধ করে এতে ওই ফেরীওয়ালা ক্ষিপ্তহয়ে বাকবিতান্ডা করে চলে যায় পরদিন ১৭ এপ্রিল সকালে ফেরীওয়ালা হারুন মল্লিক তার দুই পুত্র হাচান মল্লিক হাবিব মল্লিক তাদের লোকজন নিয়ে সাংবাদিক অমিয় করের পরিবারে উপরে হামলা চালিয়ে সাংবাদিক অমিয় কর, তার মাতা অঞ্জলী কর, ভাই প্রদীপ কর এর স্ত্রী ঝর্নাকরকে আহত করে আহতারা আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়

এঘটনায় সাংবাদিক অমিয় কর বাদী হয়ে গত ২০ এপ্রিল আগৈলঝাড়া থানায় হামলাকারিদের বিরুদ্দে একটি মামলা দায়ের করে মামলা নং ১০ তাং ২০/০৪/২০২০ইং আসামীরা ওই মামলা তুলে নিতে মামলার বাদি অমিয় কর তার পরিবারে লোকজনকে হুমকি দিয়ে আসিতেছে। অমিয় করের ভাই প্রভাত কর বাদি হয়ে পরিবারে নিরাপত্তার কথাভেবে মে আগৈলঝাড়া  থানায় একটি জিডি করেছে

এঘটনায় আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন  সাংবাদিকদের জানান, আসামীরা পলাতাক রয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে

আরও খবর

Sponsered content

Powered by