বাংলাদেশ

আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

  প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৬:১১:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) থেকে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে । এতে ফ্যামিলিকার্ডধারীরা ভর্তুকি মূল্যে টিসিবি থেকে পণ্য কিনতে পারবেন। 

আজ রবিবার সকালে রাজধানীর তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ।

ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ দফায় পরিবার কার্ডধারী একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি ডাল, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ২০ টাকা দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

উল্লেখ্য, সারাদেশে পরিবার কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবার এই সুবিধা পাবে। তবে পণ্য নিতে যেতে হবে নির্ধারিত পরিবেশক দোকানে। এখন টিসিবি ট্রাকে বিক্রি বাদ দিয়ে সারাদেশে নিয়োগকৃত পরিবেশকদের মাধ্যমেই পণ্য বিক্রি করে থাকে।

বিশৃঙ্খলা দেখা দেওয়ায় সরকার টিসিবির ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়।

এখন সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পরিবেশকের দোকান থেকে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পণ্য পান গ্রাহকরা। এতে ক্রেতাদের ভোগান্তি কমেছে।

আরও খবর

Sponsered content

Powered by