চট্টগ্রাম

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সিইউজে নেতৃবৃন্দ

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৮:২৬:২০ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ফারুক আবদুল্লাহ’র বিরুদ্দে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সিইউজে নেতৃবৃন্দ।

রোববার (২৩ জুলাই) দুপুর ১২টায় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন বিএফইউজের সহ সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সিনিয়র সহ সভাপতি রুবেল খান, সাবেক সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি অনিন্দ্য টিটো, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহরম হোসাইন, সাবেক যুগ্ম-সম্পাদক সবুর শুভ, নির্বাহী সদস্য আলাউদ্দিন হোসেন দুলাল, বিএফইউজে’র নির্বাহী সদস্য আজহার মাহমুদ, প্রেস ক্লাবের সাবেক প্রকাশনা সম্পাদক আলিউর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনের প্রথম বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘গার্ড অব অনার’ না দেওয়ার প্রতিবাদ করায় ফারুক আবদুল্লাহ’র বিরূদ্ধে এ মামলা দেয়া হয়েছে। বক্তারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক এ মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

Powered by