প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২১ , ৮:২৮:৩২ প্রিন্ট সংস্করণ
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকানের মালমালসহ প্রায় দু’কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টার সময় ফকিরগঞ্জ বাজারের মেসার্স নিউ হার্ডওয়্যার স্টোর হতে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনের লেলিহান শিখা সংলগ্ন মেসার্স আঁখি হার্ডওয়্যার স্টোর, সাজ ফটো স্টুডিও এবং গফ্ফার সেলুন দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
পঞ্চগড় ও বোদা হতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মেসার্স নিউ হার্ডওয়্যার স্টোরের স্বত্ত্বাধিকারী মো. আব্দুর রাজ্জাক ও মেসার্স আঁখি হার্ডওয়্যার স্টোরের স্বত্ত্বাধিকারী মো. আশরাফুল ইসলাম জানান, তাদের দু’টি দোকানে ডিজিটাল পাল্লা, পাম্পের মটর, রঙ, টাইলস, প্লাস্টিকের সেলিং, টিউবওয়েলের পাইপ, স্যানিটেশনের মালামালসহ বিভিন্ন হার্ডওয়্যারের মালামাল অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে।
যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।