বাংলাদেশ

আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুতায়নের নির্দেশ

  প্রতিনিধি ২২ মে ২০২০ , ৪:৪৯:০১ প্রিন্ট সংস্করণ

আম্পানে ক্ষতিগ্রস্থ এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে বিদ্যুতায়নের ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ । উৎপাদন, বিতরণ ও সঞ্চালনের মধ্যে সমন্বয় করে কাজ করা নির্দেশও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ বিভাগ এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এই নির্দেশ দেন। প্রয়োজনে মন্ত্রণালয়ের সহায়তা নেয়ার কথাও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, যত সমস্যাই হোক না কেন অতিদ্রুত বিদ্যুতের ব্যবস্থা করুণ। হাসপাতালগুলোতে প্রয়োজনে জেনারেটর সরবরাহ করে বিদ্যুতায়নের উদ্যোগ নিন। সার্বিক পরিস্থিতি সার্বক্ষনিক পর্যবেক্ষন করার জন্য বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দেয়া হয় সভায়।

ভার্চুয়াল এ সভায় বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা অংশ গ্রহণ করেন।

আরও খবর

Sponsered content

Powered by