ঢাকা

আশুলিয়ায় ছিন্নমূল ও পথচারীদের মাঝে ছাত্রদলের সেহরির খাবার বিতরণ 

  প্রতিনিধি ৫ মার্চ ২০২৫ , ৩:২৫:৩২ প্রিন্ট সংস্করণ

আশুলিয়ায় ছিন্নমূল ও পথচারীদের মাঝে ছাত্রদলের সেহরির খাবার বিতরণ

ঢাকার আশুলিয়ায় বিভিন্ন স্থানে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ সর্বস্তরের মাঝে সেহরির খাবার বিতরণ করেছেন আশুলিয়া থানা ছাত্রদল।

মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৪টা পর্যন্ত এ সেহরির খাবার বিতরণ করেন তারা।

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এর উদ্যোগে অসহায়, দুঃস্থ, ছিন্নমূল ও পথচারী সহ দুই’শ জনের মাঝে খাবার বিতরণ করা হয়। 

পবিত্র রমজানে সমাজের অসহায় মানুষদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। এই ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হাবিব। 

এসময় তিনি বলেন,”রমজান সংযম ও সহমর্মিতার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে পারাই আমাদের জন্য আনন্দের। আমরা চাই, প্রতিটি মানুষ যেন অন্তত সেহরির খাবার পায়। ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় মানবতার কল্যাণে কাজ করতে প্রস্তুত।”

উল্লেখ্য, ছাত্রদল বিভিন্ন সময় মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই উদ্যোগে  ছিন্নমূল, দুঃস্থ, অসহায় ও পথচারী সহ সর্বস্তরের মানুষ সেহরির খাবার পেয়ে আনন্দিত হন। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “রমজানে আমাদের পাশে এসে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।”

এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ পথচারী ও আশপাশের মানুষ। তারা মনে করেন, ছাত্রসমাজের এমন মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

আরও খবর

Sponsered content