দেশজুড়ে

মহিমাগঞ্জে অবৈধ বালু উত্তোলন হুমকির মুখে তিনটি সেতু

  প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৬:০৮:২২ প্রিন্ট সংস্করণ

এবিএস লিটন, মহিমাগঞ্জ (গাইবান্ধা) :  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে সতীতলা মজিদেরঘাট, দেওয়ানতলা বাঁধ, দেওয়ানতলা রেলসেতু এলাকা থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলন এবং নদীর চরের বালু বিক্রি করায় দেওয়ানতলা রেলসেতুসহ তিনটি বড় সেতু হুমকির সম্মুখিন হয়ে পড়েছে।  সরেজমিনে মহিমাগঞ্জ দেওয়ানতলা ও সতীতলা এলাকা ঘুরে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার সাথে পাশর্^বর্তী সাঘাটা, ফুলছড়ি এবং গাইবান্ধা সদরের সাথে যোগাযোগের মাধ্যম দেওয়ানতলা সেতু এলাকায় এবং দেওয়ানতলা রেলসেতু এলাকায় এক শ্রেণির বালু ব্যবসায়ী প্রচলিত আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন-রাত বিরামহীনভাবে নদী থেকে শ্যালো মেশিন দিয়ে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করছে। এতে ওই এলাকার রেলসেতু এবং দেওয়ানতলা সড়ক সেতুটি মারাত্মক হুমকির সম্মুখিন হয়েছে পড়েছে। এছাড়াও  একই এলাকায় সামান্য দূরে অবস্থিত মজিদেরঘাট এলাকায় ভূ-গর্ভস্থ ও নদীচরের মাটি চুরি করে অবাধে বিক্রি করছে স্থানীয় বালুদস্যুরা। এতে একদিকে যেমন গুরুত্বপূর্ণ সড়কসেতু ধসে পড়ার আশংকা দেখা দিয়েছে অন্যদিকে, এলাকার জনবসতি এবং আবাদি জমি ধ্বংস হওয়ার আশংকা করছেন গ্রামবাসী। ইতোমধ্যেই বেশকিছু আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তারা। 
অন্যদিকে বালুবাহী অবৈধ ট্রাক্টরগুলি বালু বোঝাই করে দিনরাত দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়কে। এতে ঘটছে নানা ধরণের দুর্ঘটনা এবং নষ্ট হচ্ছে 
 

Powered by