আইন-আদালত

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী থেকে সোনা উদ্ধার

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৩ , ৬:২৬:৩৬ প্রিন্ট সংস্করণ

chittagong airport arrest

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে আধা কেজি সোনা জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। রবিবার (২৭ আগস্ট) সকালে দুবাই ফেরত মোহাম্মদ রেজাউল করিম নামের এক যাত্রীর ব্যাগ থেকে এ সোনা উদ্ধার করা হয়। সে কক্সবাজারের মহেশখালীর আবুল হোসেনের ছেলে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযুক্ত রেজাউল সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের এফজেড-৫৬৩ ফ্লাইটযোগে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। আগে থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে মোট ৫৩৫ গ্রাম ওজনের একটি সোনার বার, ৫টি সোনার চুড়ি, দুটি সোনার পিন্ড ও ৫টি রিং সদৃশ সোনা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ জানান, আটক রেজাউলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by