বাংলাদেশ

ইসরায়েলের গোয়েন্দার সঙ্গে নুরের ছবি নিয়ে গুঞ্জন

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৩ , ৭:২৯:০৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর সম্প্রতি ওমরাহ পালন করতে গিয়ে সৌদির পাশপাশি কাতার ও দুবাই ভ্রমণ করেন। তিনি এখনো বিদেশে অবস্থান করছেন। এরই মধ্যে নুরুল হক নুরের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির হাস্যোজ্জ্বল একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

মেন্দি এন সাফাদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিরও সদস্য। সাফাদির সঙ্গে দুবাইয়ে ডাকসুর সাবেক ভিপি নুর দেখা করেন বলে জানা গেছে।

২০১৬ সালে বিদেশে বসে এই মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করেন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। বৈঠক শেষে দুজনের ছবি ফাঁস হয়ে গেলে দেশজুড়ে তোলপাড় শুরু হয়।

একপর্যায়ে আসলাম চৌধুরীর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, সরকার উৎখাতের ষড়যন্ত্রের উদ্দেশে আসলাম চৌধুরী ইসরায়েলের নেতার সঙ্গে বৈঠক করেন।

আরও খবর

Sponsered content

Powered by