বরিশাল

ইয়াসের প্রভাব: সোনারচর বনে অবমুক্ত করা হবে হরিণটি

  প্রতিনিধি ২৮ মে ২০২১ , ৩:৩৪:০২ প্রিন্ট সংস্করণ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবাল জোয়ারের পানিতে বন থেকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার লোকালয়ে একটি হরিণ চলে আসে। বুধবার (২৬ মে) বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রাম থেকে হরিণটি উদ্ধার করে বন বিভাগ।

শুক্রবার (২৮ মে) দুপুরে হরিণটিকে সোনারচর বনে অবমুক্ত করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন চরমোন্তাজ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মেস্তুরী।

স্থানীয় বাসিন্দা তোফায়েল আহমেদ বলেন, ঘূর্ণিঝড়ের দিন বিকেলে বৃষ্টি থামলে চরবেস্টিন মাঝের চর গ্রামে একটি হরিণকে কুকুরে ধাওয়া দিচ্ছিল। এ সময় হরিণটি ভয়ে স্থানীয় একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে হরিণটিকে চরমোন্তাজ বন বিভাগের কাছে হস্তান্তর করে স্থানীয়রা।

রেঞ্জ কর্মকর্তা নয়ন মেস্তুরী বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের জোয়ারে হরিণটি বেস্টিনের মাঝের চর বন থেকে লোকালয়ে চলে আসে। হরিণটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এটি সোনারচর অফিসে রয়েছে। শুক্রবার দুপুরে সোনারচর বনে তাকে অবমুক্ত করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by