দেশজুড়ে

সাগরে এক ট্রিপে মিলল লাখ টাকার পাঙাশ

  প্রতিনিধি ১৫ নভেম্বর ২০২৩ , ৬:১৭:০৩ প্রিন্ট সংস্করণ

সাগরে এক ট্রিপে মিলল লাখ টাকার পাঙাশ

প্রতিদিনের মতো আব্বাস মাঝি ট্রলার ও জাল নিয়ে সাগরে গিয়েছিলেন মাছের সন্ধানে। ভাগ্য অনুকূলে থাকায় এক ট্রিপেই তার জালে মিলেছে ১১ মণ পাঙাশ মাছ। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাছ বাজারে মাছগুলো নিয়ে আসা হয়। এ সময় ডাকের মাধ্যমে মাছগুলো কিনে নেয় মুন্নি ফিশ আড়ত।

মাছ বিক্রি করতে আসা আব্বাস মাঝি বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আমরা তেমন ইলিশের দেখা পাচ্ছি না। তবে নিষেধাজ্ঞা শেষে পাঙাশসহ বিভিন্ন সাদা মাছের দেখা পাচ্ছি। বর্তমানে সাগর-নদীর মোহনাগুলোতে প্রচুর পাঙাশ মাছের দেখা মিলছে।

মেসার্স মুন্নি ফিশের পরিচালক মো. আনোয়ার হাওলাদার বলেন, আব্বাস মাঝি সমুদ্র থেকে ১১ মণ পাঙাশ মাছ ধরে নিয়ে আসছে। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। তবে অবরোধের কারণে গাড়ি চলাচল স্বাভাবিক না থাকায় আমরা মাছ চালাতে পারছি না। তাই বাজারে কিছুটা দাম কম। 

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্র এলাকায় আমরা শুধু ইলিশ মাছের গুরুত্ব দেই। সমুদ্রে ইলিশ ছাড়া আরও হাজারো প্রজাতির মাছ রয়েছে। তবে ইলিশ ও পাঙাশের প্রজনন সময় কাছাকাছি হওয়ায় উৎপাদন বেড়েছে। নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন হওয়ায় জেলেদের মুখে হাসি ফুটেছে।

আরও খবর

Sponsered content

Powered by