দেশজুড়ে

উজিরপুরে ইভটিজিং’র প্রতিবাদ করায় পিতার হাত ভেঙ্গে দিল বখাটে

  প্রতিনিধি ৬ জুলাই ২০২০ , ৭:৫৫:০৯ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুরে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে ইভটিজিং’র করায় ছাত্রীর পিতা প্রতিবাদ করলে রোববার বখাটেরা ছাত্রীর পিতাকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আহত মনির হাওলাদার ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার শোলক ইউনিয়নের যুগিহাটি গ্রামের মনির হাওলাদারের মেয়ে ৭ম শ্রেনীতে পড়–য়া ছাত্রীকে মামুন হাওলাদারের ছেলে মঈন হাওলাদার (২১) স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় উত্যক্ত করত। মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটে মঈন হাওলাদার ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে গত রোববার সকালে রাস্তা দিয়ে ছাত্রীর পিতা মনির হাওলাদার (৪৩) মোটর সাইকেলযোগে শোলক বাজারে যাওয়ার সময় তাকে পথরোধ করে অতর্কিতভাবে পিটিয়ে বাম হাত ভেঙ্গে ফেলেছে। এসময় মোটর সাইকেল ও মোবাইল ফোন ভাংচুর করে। আহতকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রোগীর অবস্থা গুরুতর হওয়াতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
এব্যপারে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান বিষয়টি শুনেছে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর

Sponsered content

Powered by