দেশজুড়ে

উজিরপুরে সিএন্ডবির রাস্তা ও খাল দখল করে পাকা ভবন নির্মান

  প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ৩:৫২:০৪ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী বন্দরে মহামারী করোনার সুযোগ নিয়ে সরকারি সিএন্ডবি’র রাস্তা ও বিপরীতমুখী খাল দখল করে তড়িগড়ি করে একের পর এক পাকা ভবন ও ব্যবসা-প্রতিষ্ঠান নির্মান করছে প্রভাবশালীরা।

স্থানীয়রা জানান সরকারি রাস্তা ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে ভবন নির্মাণ করছে এবং সরকারি খাল ও সিএমবির রাস্তায় একের পর এক ভবন নির্মান করছে প্রভাবশালীরা।

তারা জানায়, ভরশাকাঠী গ্রামের শাহিন ক্ষমতার দাপটে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বন্দরে প্রধান সড়কটি দখল করে পাকা ভবন নির্মানের কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও জয়শ্রী বন্দরে সজিব সিকদার সরকারি খাল দখল, বাবুল হাওলাদার, অদুত হাওলাদার, সপন বেপারী সিমএমবির রাস্তা দখল করে ভবন নির্মান করছে।

অভিযুক্তরা জানান, রাস্তা ও খাল দখল করে অনেকে পাকা ভবন নির্মাণ করেছে। তারা স্থাপনা সরিয়ে নিলে আমরাও ভবন ভেঙ্গে ফেলব।

এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান, ঘটনাস্থল ফোর্স পাঠিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস জানান, সরকারি রাস্তার জমি দখল করে কেউ পাকা ভবন নির্মান করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by