দেশজুড়ে

এলজিইডিতে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর

  প্রতিনিধি ২৩ জুন ২০২৩ , ৭:০৮:৪৫ প্রিন্ট সংস্করণ

এলজিইডিতে ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর

২১ জুন ২০২৩ এলজিইডি সদর দপ্তরে এলজিইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে জেলার নির্বাহী প্রকৌশলীদের ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বর্তমান সরকারের একটি অভিনব কর্মসম্পাদন কৌশল। বার্ষিক লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি জেলায় নির্ধারিত সময়ে শতভাগ কাজ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। বিগত কয়েক বছর ধরে এলজিইডি সফলতার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে কার্যক্রম বাস্তবায়ন করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, মোঃ আলি আখতার হোসেন, মোঃ নূর হোসেন হাওলাদার, মোঃ মোখলেসুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শাহ আলমগীর, শেখ মোহাঃ নূরুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন । আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ আলম তালুকদার, ও নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন ও এলজিইডির এপিএ ফোকালপয়েন্ট সোহানা পারভীন। উল্লেখ্য ৬২ জেলার নির্বাহী প্রকৌশলীগণ ভার্চুয়ালি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by