বাংলাদেশ

করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২১ , ৭:০১:০৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯১ জনের। গতকাল সোমবার ২ জনের মৃত্যু এবং ২৬০ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে মোট ২৮ হাজার ৫১ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২০ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৬ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিটি পুরুষ এবং তার বাড়ি সিলেট বিভাগে।

আরও খবর

Sponsered content

Powered by