দেশজুড়ে

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত-৫

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৫৫:৫০ প্রিন্ট সংস্করণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত: পাঁচজন আহত হয়েছে। আহত দু’পক্ষের মধ্যে মোসলেম প্যাদা গ্রুপের মোসলেম প্যাদা (৬০) মাইনুল প্যাদা (২৭) শিরিন বেগম (২৩) কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অপর পক্ষের কামাল মাঝি গ্রুপের মো. কাইয়ুম মাঝি (৩৫) ও তার মা সবুরা বেগম (৬০) কে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শের-ই বাংলা মেডেকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা বরিশাল শেরে বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

আহদের মধ্যে কাইয়ুম মাঝির বাম পায়ের হাঁটুতে জখম রয়েছে। এছাড়া তার মাতা সবুরা বেগমের ডান হাতের একটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। আহত কাইয়ুম মাঝি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে আমার বড় ভাইয়ের ছেলে সাকিব আমাদের দোকানে যাচ্ছিল পথিমধ্যে মাঈনুল প্যাদা দুই সপ্তাহ আগে ক্রিকেট খেলার কথা তুলে তাকে মারধর করে।

খবর পেয়ে আমরা জিজ্ঞাসা করতে গেলে আমাদেরকে কুপিয়ে জখম করে। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। আমাদেরকে তারা খুন-জখমের হুমকি দিচ্ছে। মাঈনুল প্যাদার মুঠোফোনে একাধীকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by