রাজশাহী

পত্নীতলায় অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

  প্রতিনিধি ৮ জুলাই ২০২০ , ৭:৪৬:১৩ প্রিন্ট সংস্করণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মতো কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের জন্য অনুদান ও স্কুল রক্ষায় প্রণোদনা দেওয়ার দাবিতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পত্নীতলা শাখার উদ্যোগে বুধবার উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের অবস্থান কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পত্নীতলা শাখার সভাপতি আশরাফুল ইসলামের নেতৃত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসোসিয়েশনটির পত্নীতলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্ট্যামফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ অলিপ কুমার দাস, গগণপুর সানরাইস কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ইমামুল মোত্তাকিম, মধইল আল-ইকরা স্কুলের অধ্যক্ষ মারজান আলী প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকারের নিকট বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পত্নীতলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by