বাংলাদেশ

কিট সংকটে নারায়ণগঞ্জে করোনা পরীক্ষা বন্ধ

  প্রতিনিধি ১৮ জুন ২০২০ , ১০:১৯:৩৬ প্রিন্ট সংস্করণ

করোনাভাইরাস শনাক্তে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থাপিত পিসিআর ল্যাবে কিট সংকট দেখা দিয়েছে। এতে বুধবার (১৭ জুন) ল্যাবটিতে করোনার কোনো নমুনা পরীক্ষা করা হয়নি। নমুনা পরীক্ষা করতে গিয়ে হাসপাতাল থেকে অনেকে ফিরে এসে ক্ষোভ প্রকাশ করেছেন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় কিট সংকটের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দু-একদিনের মধ্যে হয়তো এ সমস্যার সমাধান হয়ে যাবে।

গত ৬ মে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য নির্ধারিত নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপন করা হয়। শুরুর দিকে ল্যাবটিতে শ খানেক পরীক্ষা হলেও পরবর্তীতে তা বেড়ে পৌনে ৩শটিতে পৌঁছায়। প্রতিনিয়ত নমুনা সংগ্রহ বাড়তে থাকে।

এ বিষয়ে হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় বলেন, আমরা সব সময় স্বাস্থ্য বিভাগকে আমাদের কিট মজুত এবং পরীক্ষা সম্পর্কে অবগত রেখেছি। কিট শেষ হওয়ার আগে কিটের জন্য আবেদন করেছি। তারাও পৌঁছে দিতো। তবে এবার কিট সরবরাহে বিলম্ব হচ্ছে। যার ফলে আজ পরীক্ষা করা সম্ভব হয়নি।

তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। বৃহস্পতিবার (১৮ জুন) তারা কিট প্রেরণ করবে। আশা করছি বৃহস্পতিবার নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই স্বাভাবিক হবে।

আরও খবর

Sponsered content

Powered by