রংপুর

খানসামায় ইউপি নির্বাচনে ভাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাই

  প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২১ , ৭:০২:১১ প্রিন্ট সংস্করণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলার আংগারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন আপন দুই ভাই। সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মরহুম আকবর আলী শাহের বড় ছেলে তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার শাহ আনারস প্রতীকে ও মেজো ছেলে জমির উদ্দীন শাহ বালিকা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মো. জামাল উদ্দিন মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। গত ২০১১ সালেও দুই ভাই নির্বাচন করায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আ.লীগের মোস্তফা আহমেদ শাহ।

 

আর গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ এর সাথে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হন। ইউনিয়ন ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে ভুল বোঝাবুঝি থেকেই কেউ কাউকে ছাড় দেননি। ফলে দুজনই প্রার্থী। দুই ভাই দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। উভয়েই নির্বাচনে জয়লাভের ব্যাপারে আশাবাদী।

 

আপন দুই ভাইয়ের মধ্যে ভোটযুদ্ধ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা কৌতুহলের সৃষ্টি হয়েছে। বড় ভাই আব্দুল জব্বার শাহ বলেন, আমি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। দীর্ঘদিন ধরে মাঠে কাজ করে যাচ্ছি। এলাকাবাসীর চাপে এবারও নির্বাচনে অংশ নিয়েছি। কারণ আমি তিনবারের সাবেক চেয়ারম্যান। গত দুই বারের নির্বাচনে অল্প ভোটে হেরে গেছি। ছোট ভাই জামাল উদ্দিন এর আগেও চেয়ারম্যান প্রার্থী হয়েছিল। এবারও প্রার্থী হয়েছে। এতে কোনো সমস্যা দেখছি না।

মেজো ভাই শাহ মো. জামাল উদ্দিন বলেন, আমরা দুই ভাই প্রথম নির্বাচন করছি না। এর আগেও আমরা দুই ভাই নির্বাচন করেছি এক সঙ্গে। সেবার দুই ভাইয়ে হেরে গেছি। এবার আবার প্রার্থী হয়েছি। কারণ আমার বড় ভাই চেয়ারম্যান হয়ে আমার বাবার ও আমাদের পরিবারের সুনাম নষ্ট করেছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমার বাবার ও পরিবারের সুনাম ফিরিয়ে আনতে চাই।

এছাড়াও আংগারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ্ (নৌকা) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আবুল কালাম আজাদ (ঘোড়া) প্রতীকে প্রতিদ্ব›িদ্বতা করছেন।

আরও খবর

Sponsered content

Powered by