দেশজুড়ে

পার্বতীপুরে দরিদ্র ছাত্রীদের সহায়তায় প্রধান শিক্ষক 

  প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৭:০৮:০৭ প্রিন্ট সংস্করণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে দরিদ্র ছাত্রীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিলেন এক প্রধান শিক্ষক। বিদ্যালয়ের ১২০ জন ছাত্রীকে আটা, তেল, ডাল, আলু, লবন, পেঁয়াজ, সাবান প্রদান করেন শহরের বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুর রহমান। তিনি ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী গুলো তুলে দেন। শিক্ষক মাহমুদুর রহমান বলেন, তার বিদ্যালয়ের অনেক ছাত্রীর পিতা শ্রমজীবি। অনেকেই রিক্সা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত অর্থায়নে তিনি ছাত্রীদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেই এবং লেখাপড়ার খোঁজ খবর নেওয়াসহ টেলিভিশনে ক্লাস করার পরামর্শ প্রদান করি। আমার এই কাজে সহযোগিতা করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রওশন আলী সরকার। বিদ্যালয়ের সুন্দরী পাড়া গ্রামের ছাত্রী অভিভাবক রমজান আলী বলেন, করোনার কারনে অনেকেই বাড়ী থেকে বের হতে পারছেনা। সরকারী ও বেসরকারী পর্যায়ে সহায়তা করা হচ্ছে। কিন্তু বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক ছাত্রীদের বাড়িতে গিয়ে ত্রাণসামগ্রী প্রদান করা একটি ব্যতিক্রমধর্মী পদক্ষেপ। এতে করে দরিদ্র ছাত্রীর অভিভাবকরা দারুণ খুশি হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম বলেন, বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দরিদ্র ছাত্রীদের ত্রাণ 

আরও খবর

Sponsered content

Powered by