প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ , ৬:৩১:১৩ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখলী) আসনে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী শারাফাত হোসাইন আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
তাঁর সমর্থনে বিশাল শোডাউন করেছেন দলীয় নেতাকর্মীরা ও সাধারণ জনগণ।
সোমবার (২৪-০২-২৫) সকালে বোয়ালমারী উপজেলার পৌরসভার স্টেডিয়াম মাঠ প্রঙ্গণ থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। পরে বোয়ালমারী- মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বাজার গ্রাম প্রদক্ষিণ শেষে বিকেলে বোয়ালমারীর চিতার বাজার গিয়ে শেষ হয়।
এ শোভাযাত্রায় বোয়ালমারী আলফাডাঙ্গা মধুখালী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পাঁচশতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তাদের হাতে ও গলায় শোভা পাচ্ছিল খেলাফত মজলিসের দলীয় প্রতীক রিক্সা সম্বলিত ছোট বড় পতাকা, ব্যাচ ও ফেস্টুন ব্যানার। এসময় বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ করেন তারা।
শোভাযাত্রা শেষে বিকেলে সংক্ষিপ্ত সমাবেশে মুফতী শরাফাত হোসাইন বলেন, “দেশকে স্থিতিশীল রাখতে ইসলামী দলের কোন বিকল্প নেই। গত ১৭ বছরে যারা ভোট দিতে পারে নাই সেই সমস্ত ভোটারগণ তাদের পছন্দের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সচেতন হবেন। বিশেষ করে তরুন সমাজকে আগামী বাংলাদেশ গড়ায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান ও জানান তিনি”।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অভিভাবক পরিষদের সদস্য আল্লামা শাহ আকরাম আলী, নির্বাহী সদস্য ও জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন , সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির, বোয়ালমারী উপজেলা সভাপতি মুফতি রওশন আহমদ,সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।