দেশজুড়ে

গাজীপুরে অহেতুক ঘুরাঘুরির দায়ে ১৮জনের জরিমানা ও মামলা

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ৮:১৯:৫৮ প্রিন্ট সংস্করণ

মঞ্জুর হোসেন মিলন, গাজীপুরঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউন কার্যকর করতে গাজীপুরের বিভিন্ন এলাকায় রবিবার ভ্রাম্যমান আদালত পরিচালানা করা হয়েছে সময় লকডাউন উপেক্ষা করে অহেতুক বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ১৮জনকে ১৯হাজার ৯০০টাকা জরিমানা এবং তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত

গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় জরুরী সুরক্ষার প্রয়োজনে গত ১১ এপ্রিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয় কিন্তু লকডাউন চলাকালে ওই ঘোষণাকে উপেক্ষা করে কিছু লোকজন বাইরে অহেতুক ঘুরাফেরা করছে তদের অহেতুক ঘুরাফেরা বন্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে

লক্ষ্যে শনিবার গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা, গাজীপুর মহানগরের টঙ্গীর বিসিক, চেরাগআলী, হাড়িনাল, সাইনবোর্ড, বোর্ডবাজার এলাকায় অভিযান চালায় একাধিক ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে ১৮জনের বিরুদ্ধে ২০১৮ সালের সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইনে লকডাউন উপেক্ষা করে বাইরে ঘুরাঘুরি করার অপরাধে মামলা এবং তাদেরকে ১৯হাজার ৯০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত

পাসিয়া উপজেলার ইউএনও মোসা. ইসমত আরা, গাজীপুরের সিনিয়র সহকারি কমিশনার হাফিজা জেসমিন, গাজীপুর সদর উপজেলা এসিল্যান্ড সামসুল আরেফীন, কালিয়াকৈর উপজেলা এসিল্যান্ড মো. আদনান চৌধুরী, কাপাসিয়া এসিল্যান্ড নীলিমা রায়হান, তানভীর ফরহাদ শামীম এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন

 

 

আরও খবর

Sponsered content

Powered by